আষাঢ়ের লগ্ন শেষে
জমায়েতি ইচ্ছের দল
আকাশময় পেঁজা মেঘের কোলে
রঙধনু ধার রেখে ঐ
শিমুলের ডাল থেকে সোজা
চালে বাঁধা পাটের দড়িতে
যেখানে জলের ফোঁটা জন্মায়
আবার ঝরে যায়,মরে যায়
ছাপটুকু রেখে,
উল্লাসে ফেটে পড়ে
মেতে ওঠে সুগন্ধী কাদায়।


কতকালের আঁকা আলপনায়
বৃষ্টি মিশে একাকার সেই বিকেলে
লক্ষীর পায়ের চিহ্নে যার
উন্নতির ললাট-লিখন
সেও যায় ধুয়ে
প্রজাপতি রেখে যায় ফুল
মধুটুকু খেয়ে
এই বরষায়
আগামীর আশাটুকু নিয়ে।


আজও নীরব শয্যায়
স্যাঁতস্যাঁতে গন্ধ নিয়ে বুকে
রোজ মাঝরাতে কপাল ঘামে
ঘটে যাওয়া কয়েকটা ঘটনায়
আজও জমে ফোঁটা ফোঁটা কষ্ট
মুষলধারে কান্না আসে নেমে
নির্ঘুম এ চোখ বেয়ে
এই বরষায়
স্থবির মনটুকু জুড়ে।


----ঝন্টু মণ্ডল . ১৭/০৭/২০১৩-৫pm