পায়ের তলার বিঘত খানেক মাটি
আর পাঁচটা আঙুল
আর ঐ ছাপটুকুই l
কয়েকহাত কাঙালেপনা,আর
সাড়ে পাঁচ ফুট!
এই নিয়েই একুশটা বছর্।


এক মন কাঁচা স্বপ্নকুঁড়ি
খোলা আকাশে নীল ভাসানোর দুর্বুদ্ধিতা
অথবা কিছুটা বাড়াবাড়ি
আত্মবিশ্বাসের!
এই নিয়েই একুশটা বছর্।


আধবোজা চোখে রামনাম
সাথে কুসঙ্গে ব্রাহ্মণ-দাক্ষিণ্য l
ঠাণ্ডা পানীয়ের বোতলে ধোঁয়ার কুণ্ডলী
কালচিটে ঠোঁটে সিটকানো নাক---
দূর হ ! ঘেন্না ঘেন্না !
এই নিয়েই একুশটা বছর।


না-পাওয়ায় বাঁধানো হাসি
প্রতিক্ষণে কম্প্রোমাইজ !
নিজেরটুকু বিলিয়ে দিতে দিতে
হাসিমুখটাই পেটেন্ট হয়ে যায়।
আমি রানার হয়ে সময় কাটতেই থাকি---
এই নিয়েই একুশটা বছর।


তবু স্বপ্ন আছে l
অনন্ত বুদবুদের মতো বুকের গভীরে।
দায় আছে কয়েকটা মুখের্।
আর আছে সে---
যে আমায় বাঁচতে শেখায় ! !


----ঝন্টু মন্ডল . ১০/০৭/২০১৩ -৭pm