ইচ্ছে করলেই সাতটা সমুদ্র
এক ঝটকায় পেরিয়ে যেতে পারতাম।
ইচ্ছে করলেই তেরো নদী
এক ঢোকে গিলে নিতে পারতাম।


ইচ্ছে করলেই রোদচশমায়
ভরদুপুরে সূর্য ঢাকতে পারতাম।
ইচ্ছে করলেই আরেকটু নোনায়
হয়তো দুচোখে ধ্বস নামাতাম।


ইচ্ছে করলেই রোমিও হয়ে
বাকি জীবনটাও কাটাতে পারতাম।
ইচ্ছে করলেই দেবদাস
নেশায় না-হয় আরেকটু চাগতাম।


ইচ্ছে করলেই রোদ-বারান্দায়
টান টান হয়ে শুতে পারতাম।
ইচ্ছে করলেই সোঁদা মাটিতে
চুল-ভেজা-গন্ধ খুঁজে ফিরতাম।


ইচ্ছে করলেই তুলি-ক্যানভাস
তোকে বটছায়া মাখাতে পারতাম।
ইচ্ছে করলেই ঢেউ সরিয়ে
বালিয়াড়িতে তোকে ধরতাম।


ইচ্ছে করলেই বৃষ্টি-রোদে
ছাদময় রঙধনু বাছতে পারতাম।
ইচ্ছে করলেই দিনরাত
শুধু তোর কবিতাই লিখতাম!


ইচ্ছে করলেই তোকে আরো
অনেক বেশি ভালোবাসতে পারতাম।
ইচ্ছে করলেই অনিচ্ছাটাকে
কবেই তোর ঠিকানা দিতাম!


----ঝন্টু মণ্ডল . ১১/০৭/২০১৩ -৫:৩০pm