অঝোর ধারায় বৃষ্টি পড়ে
মনেতে জাগায় শ্রাবণ
তোমার মনে আমার ছবি
আছে কি আজও তেমন !


পাতায় পাতায় বৃষ্টি নাচন
ফোঁটার পর ফোঁটা
দু:খ যেন ঝরে পড়ে
সঙ্গী নিরবতা।


গায়ে গায়ে টোকা দেয়
রসিক বৃষ্টি ফোঁটা
বিরহের গায়ে আছড়ে পড়ে
মন ফুটিফাটা l


শাঁ শাঁ বাতাস বয়
বৃষ্টির বেগ বাড়ে
ফাটা হৃদয় গলা ছেড়ে
দু:খের গান ধরে।


আকাশের সাথে চোখের জলে
চলে রেষারেষি
কে কত ভালো বাসে
কে কম কে বেশি !


এক সময় বৃষ্টি থেমে
সূর্য্য উঁকি মারে
নয়নবারি মানেনা হার
আপন মনে ঝড়ে !


ফোঁটা ফোঁটা অশ্রুবন্যায়
একটা কবিতাই ঝড়ে---
"যতই দু:খ দাও না মোরে
বাসবো ভালো তোমারে..."


----ঝন্টু মন্ডল . ২০/০৯/২০০৯ -১pm