কতবার ভেবেছি
তোমার-আমার সেই মুহূর্ত-গুলো
কয়েকটা শব্দে মুড়ে রাখি।


শহুরে কালো ধুলোয় যখন
দম নেওয়া কষ্টকর,
অথবা
নিভুনিভু জিয়নকাঠিতে যখন
নশ্বরতার আওড়াবো বুলি;
আরামকেদারায় বসে পা দোলাবো আর
একটা একটা করে ছাড়াবো খোসা।
দেখবো, শুঁকবো, চটকাবো--
গায়ে মাথায় হাতে মাখবো আচ্ছা করে।


প্রতিটা শব্দে স্মৃতি ঢেলে
প্রাণ নেবো কয়েক ফোঁটা
আবার !
আরও কয়েকটা দিন
সূর্য-পৃথিবীর প্রেম আর
কাস্তে-বাঁকা পরকীয়া
চর্মচক্ষে উপভোগ করবো বলে।


দুচোখে অনুঘটক।
থাকুক না।
অবশ্য, না থাকলেও ক্ষতি নেই।
মন তো আছে,
যেখানে একসময় তুমি ছিলে--
এখন সেথা স্মৃতির বাস!


----ঝন্টু মণ্ডল . ১১/০৭/২০১৩ -৬:৩০pm