শিকলছেঁড়ার ডাক দিয়ে নিজেই ঘুমাচ্ছন্ন।
আলগোছে কয়েকটা চিমটি
দু-একটা আলপিন
অপর্যাপ্ত।


সময় পড়ে অপেক্ষা গোনে
চোখবাঁধা মনে একটাই আশা
ঐ বুঝি আসছে
কালাপাহাড়।


ওরা বলে পুরোনো কুসংস্কার।
কুসংস্কার; সেতো পুরোনোই!
নতুন শুধু আহ্বান
মুক্তির।


প্রদীপের নীচে আর কতো আঁধার জমাবে?
অন্ধকারেরও সীমানা আছে।
আমরা জেনে গেছি।
এবার?


----ঝন্টু মণ্ডল . ২৬/০৫/২০১৩ -৪:৩০pm