জীবনে কয়েকটা লম্বা-চওড়া শূন্যস্থান ছিলো
ইছামতীর বুকে ভাঙা বাঁধের মতো।
টুকরো টুকরো স্মৃতি আর
জলজলে ভালোবাসা মিশিয়ে
শূন্যস্থান পূরণ--
একান্ত নিজের হাতে।


ভারী ভারী কয়েকটা শব্দ লিখে
মুখে প্রতিশ্রুতর ফুলঝুরি--
সেসব জমানা গেছে!
করিওনি।
নিঃশব্দে ভালোবেসেছিলাম।
কি করে বুঝলে---আজও তা বুঝিনি!


কচিবেলার বদ্‌হজমি নামটাই যখন
তোমার মুখে শুনি,
বুঝি; ফাঁকা তো ছিলই
চুল নিয়েও তা আজ অমিল।


ভেবেছিলাম শূন্যত্ব ব্রহ্মচারীর মতো।
কিন্তু পূরণ যে স্বয়ং ঈশ্বর!


----ঝন্টু মণ্ডল . ০৮/০৬/২০১৩ -১১:৩০pm