ছেড়েই দে।
চুপটি করে বস ঐ কোণটায়।


আদুরে ইচ্ছেগুলো ঠিক
সবপেয়েছির দেশ ঘুরে আসবে ফিরে আবার


তুই দু হাত ভরে সাজিয়ে রাখিস শিশির
আর দূর্বার মত কোমল মন


কার্ড ছাপিয়েছিস ? সর্ব্বস্ব আর অবশিষ্টের ?
সেদিন শিখবি বিলিয়ে দেওয়া কাকে বলে !


বিকেলের চলে-যাওয়া সূর্য্য ছুঁয়ে দেখিস
না-বলা কথা গুলো গুপ্ত খাঁজে


এবার উঠে দাঁড়া।
সান্ধ্য আকাশ একবার চোখ জুড়ে আঁক দেখি


বাঁ বুকে হাত রেখে বল--
কী আছে তোর ?


----ঝন্টু মন্ডল . ১৯/০৮/২০১৩ -৭pm