ঝিরিঝিরি বৃষ্টিতে আমার সন্ধ্যা ভেজে
অন্ধকারে অসামঞ্জস্যতা
ক্রমশ মাথাচাড়া দেয়।
ঘাম আর অশ্রু নিয়ে টানাটানি।
চলে,চলতেই থাকে।
প্রদীপে তেল শেষ হয়।
শেয়ালের ডাক বাড়ে
শিকারও!
পেঁচার হাসিতে পবনদেব-ও থতমত!


বাক্যহীনা সারথী আমার
বুক ঢাকে আঁধার লেপে।
শরীরের কষ এখনও আমার জিভে!


----ঝন্টু মণ্ডল . ২৪/০৬/২০১৩ -৯:৩০pm