টেনে হিঁচড়ে বয়ে চলা শরীরে
সময়ের লেজ ধরার আপ্রাণ চেষ্টায়
উচ্ছিষ্ট যেটুকু ইচ্ছে;
নাভিগর্ভে মুক্তি খোঁজে।
আমি রাবার ব্যান্ড হয়ে থাকি পড়ে।


বাঁধন আমার চিরকাল।
অ্যান্টি-টিটেনাসে নাড়িচ্ছেদ
আর আঠারোতে সাবালক,
লোকদেখানো।
আমি যেখানে ছিলাম ঠিক সেখানেই।


কত মাইক্রোসেকেন্ড নিয়েছিলে জানিনা।
তবে আন্দাজ করতে পারি বেশ।
ভুষিমালে ঘি ঢেলে
যা বড় হ,মানুষ হ--
দায়িত্ব শেষ!


আমি স্থিতিস্থাপক!
তোমার রাগ করার কোনো জায়গাই নেই।


----ঝন্টু মণ্ডল . ০৬/০৬/২০১৩ -৯:৩০am