ওহে রাখাল-বালক...


গরু আর বাঁশি নিয়ে তো অনেক কাটালে
আনমনে ভাটিয়ালি আর ঝরা কদম


প্রেম প্রেম প্রেম করে করে মাতালে ভুবন
ভাবলে সবাই বুঝি এমনি ভোলা


চোখে ঘাস ছাড়া তো  দেখোনি কিছু
নাহলে জানতে
টাকাই শেষ কথা বলে


মানুষ আজ চোখে চশমা লাগায়
পাছে নিজের চোখ নিজে দেখে ফেলে


তুমিতো জানলে না কিছুই


ওহে রাখাল বালক...


নিষ্ঠুরতা দেখতে চাইলে মানব-জনম নিও



----ঝন্টু মন্ডল . ২৮/০৮/২০১৩ -৮:৩০pm