একনিশ্বাসে সাঁতরে মাঝসমুদ্র
দাপিয়ে গভীর ফেনায়
এনেছি কয়েকটা নীল স্বপ্ন
শুধু তোমার জন্য বেছে !


নিস্তরঙ্গে বাজিয়ে দামামা
দুর্বার হয়ে ডুবুরি যেমন
হোক না সে প্রাচীর প্রবাল
ক্ষইয়ে দিয়েছি বুক ঘষে !


ঢেউ-এর দোলায় কাঁপে শরীর
লবণ হাসে লোমকূপে
গভীর থেকে গভীরে যাবো
না হয় নেবো সমুদ্র শুষে !


যা হয় হোক ডুবেছি যখন
সাঁতরে ঠিক যাবোই জানি
এবার যে ভালো বাসতেই হবে--
চারহাতে এসো স্বপ্ন ভানি !!


----ঝন্টু মন্ডল . ২৫/০৭/২০১৩ -৭:৩০pm