চেয়ে দ্যাখো পথপানে যতদূর চোখ যায়
বাঁধ ভেঙে উজান পানে যতদূর মন ধায়!


চোখ মেলে দ্যাখোতো তারে
দেখা যায় কিনা।
হলদে সবুজ মাধবীলতায়
শিশিরভেজা ঘাস-দূর্বায়
সে বন্দি আছে কিনা!


কাজলরঙা নয়নপাতায়
আষাঢ়ের ঐ ঘোর বরষায়
দুকূল ছেপে যেথা স্বপ্নেরা হানা দেয়,
দ্যাখোতো,দ্যাখো না চেয়ে
সে আজও ভাসে কিনা!
গ্রীষ্মের ঐ কৃষ্ণচূড়ায়
শীতল-করা শিমুলছায়ায়
সে এসে বসেছে কিনা!


হিমশীতল স্বপ্নেরা আজ মুখ গুমড়ে কাঁদে
একা একা চলতি পথে দুঃখ বাঁধ সাধে।
একটু ঘাড় উচিয়ে একটু এগিয়ে গিয়ে
দ্যাখোতো সে আসে কিনা।
দুহাত ভরা স্বপ্ন-সুধায়
একবুক গভীর লজ্জায়
সে এসে দাঁড়িয়েছে কিনা!



----ঝন্টু মণ্ডল . ২৭/১১/২০০৯ -৯am