দিনদিন শর্ত চাপা সংস্কার গুলো
নিঃশব্দ বিড়ালিনীর মতো রক্তিম থাবায়
কষে কবজা করতে নরম হৃদয়-খানি
লেগেছে উঠেপড়ে।


শিকার হতে যাওয়া আনজান ঐ হরিণীর মতো
আমি এখনও বিভোর অকেজো সৌন্দর্যে
অদৃশ্য থাবার বেড়ে আসা হিংস্রতায়
ছিদ্রে ভাসে আমার বায়ুঘর!


কষ্টে তবু নিই দম
গলা-যাওয়া আত্মবিশ্বাসে আজও আছে বিশ্বাস।
প্রলেপ জানি পড়বেই।
কু-এ ডুবে মরার আগেই।


----ঝন্টু মণ্ডল . ১৮/০৭/২০১৩ -৮pm