গোপন খাঁজে সেই বেহায়া পলাশ
আর কলজে-চেরা সব ফুটন্ত দু:-আশ
ঘুমিয়ে জ্বালাই এই দুহাতে
অহরহ ঘৃতাহুতি চোখের পাতাতে
যজ্ঞ সাজাই
অজানা কোনো মনঃকামে।


ঝিমধরা রক্তে মিশিয়ে পেঁচার ডাক
আর সেই নিশাচরীর শিকারে বসিয়ে ভাগ
জানলা ভেঙ্গে অনায়াস উল্কাপাতে
বিছানো খাটে তোমার জোছনাতে
চোখ বুজি
আরেকটু লাভার খোঁজে।


ততক্ষণে সূর্য সাজুক
ততক্ষণে হোক ভোর।
তবু সখী এসো...
অপেক্ষায় দোর!!


----ঝন্টু মণ্ডল . ১৬/০৭/২০১৩ -১:৩০am