বিরহ বিরহ বিরহ্‍, কত আর সইবো
এ বিরহ জ্বালা,ওরে বালা
শেষ নাই শেষ নাই,জ্বালা জুড়ায়
দে রে পাষাণী,ভালবাসার নিশানি
আকবো তোর গায়,উষ্ণতার ফেনায়্‍ !


ক্ষয়িষ্ণু পাপে ভালোবাসা ঝাঁপে
দুই হাত প্রসারী,রাত-শেষের মশারী
সাক্ষী আমাদের আদর-সোহাগের
বুক-পিঠ-কানে ভালোবাসার নিশানে
ভরাট শরীরে ডাকবে ভোর-এ !


গনগনে আগ সুখের ঐ ভাগ
একবার পাবি,আর কাতরাবি
বিছানায় পড়ে, সময়-বীমা করে
জোড়া-চোখ তুলে সব লাজ ভুলে
আওরাবি স্মৃতিখানি---ভালোবাসার নিশানি! !


----ঝন্টু মন্ডল . ১২/০৫/২০১৩ -১২:৩০am