মা রে-- দেখতে দেখতে তো ৬৬টা বছর হয়ে গেল। এবার তো জেগে ওঠ--- সত্যিকারের জেগে ওঠা !
     অনেক মাগো ঘুমালি ওরে
     ঘুমাসনিকো মা আর
     এবার মা তুই ওঠরে জেগে
     সময় হলো জাগিবার


   অন্ন দেবে, বস্ত্র দেবে, বাসস্থান দেবে--- আরও কত কি দেবে বলে শিকল ভাঙার গানে যখন মেতেছিলো সবে ; তুই ভাবলি, এইতো মুক্তি! তোর দামাল ছেলেদের লড়াই বৃথা যায়নি,ওরা তোকে বাঁচাতে পেরেছে,তোর সম্ভ্রম রক্ষা করতে পেরেছে। এখন সবাই সুখে থাকবে,ভাই-ভাই হয়ে, ভাই-বোন হয়ে, সম্প্রীতি নিয়ে। রক্ত খেলার দিন বুঝি শেষ।


  মা রে--- তুই তো জানিস,তুই কী পেয়েছিস,তোর সন্তানরা কী পেয়েছে ! ঘুমের ওষুধ খাওয়া রোগীর মতো আর চোখ বুজে থাকিস না মা। গোটা কতক জানুয়ারী-আগষ্ট দিবস আর রবির গান ছাড়া কী জোটে বল? তুই তো এই স্বপ্ন দেখাস নি আমাদের !


  পেটে হাহাকার আছে,পেটে ভাত নেই। শরীর গলে-পোড়ে,লজ্জা আছে,শরীরে কাপড় নেই ! গালভরা নাম আছে-- রিফিউজি ! বাসস্থান নেই। নরখাদক আছে,সম্প্রীতি নেই,ইজ্জত নেই। ঠক-জোচ্চর আছে,না পাওয়ার কান্না আছে, কিন্তু মা সুবিচার নেই।


  মা রে--- ওঠ ওঠ। দেখ আজ আবার এক ঘুম-ভাঙানিয়া দিন---১৫ই আগষ্ট ! আজ আবার পতাকা জড়িয়েছি তোর গায়,গানও গেয়েছি--
   "জনগনমন অধিনায়ক জয় হে ভারত. ভাগ্যবিধাতা..."


এক ফোঁটা স্বাধীনতা দে মা--- চেটে চেটে খাই ! !


----ঝন্টু মন্ডল . ১৫/০৮/২০১৩ -১০:৩০am


## আজ ৬৭তম স্বাধীনতা দিবস। সবাইকে শুভেচ্ছা জানাই। ##