প্রত্যুষেরোজ ভ্রমন ভালো
নিম্ব রস পান ভালো
পিতামাতায় শ্রদ্ধা ভালো
শ্রেষ্ঠজনে নত ভালো
                     বিশ্ব ভরা ভালো ভালো
                     ক'জনবুঝে চলি বলো??
সেবা পরম ধর্ম ভালো
সততা মহৎ গুণ ভালো
পর গুণ দর্শন ভালো
আপন দোষে মজা ভালো
                     ভুবন জুড়ে ভালো ভালো
                     ক'জন বুঝে চলি বলো??
নিরহঙ্কার হওয়া ভালো
আত্মাভিমান ব্যর্জ ভালো
পরের বড়াই করা ভালো
তৃণসম জীবন ভালো
                     বিশ্ব জুড়ে কত যে ভালো
                     ক'জন বুঝে চলি বলো??
প্রিয় মিথ্যার আশ্রয় ভালো
জীবে প্রেম দান ভালো
মন্দ মাঝে ওবিরাজে ভালো
শুধু দেখার দু নয়ন খোলো।


বিশ্ব জুড়ে ভালোর মেলা
অহর্নিশি তারেই লয়ে চলছে যেন আবির খেলা।


ভালো কি তখন ভালো রবে??
কর্ণকুহরে প্রবেশ মাত্রই
ফাগের হাওয়ায় বিলিন হবে??


ভালো তখনি সকলি হবে
নিজে আচরি সকলি ভালো
পরের আলোর দিশা হবে।


তবেই ভালো সমাজ ভালো জাতি
ভালো দেশের জন্ম পাবে
দিকে দিকে ভালোর আলোয় ছেয়ে যাবে।