সারাদিনের এক রাশ  দায়িত্ব কর্তব্যের  ভিড়ে,
হারিয়ে যাচ্ছে আপনার ভিতরের তুমি,
এই তুমি  কে একটু সময় দিন,
একটু যত্ন করুন,
রোজ তিলে তিলে একটু একটু করে সঞ্চয় করুন,
যাতে,আপনার খুব কাছের মানুষেরা,
আপনাকে ক্ষতবিক্ষত করলে,বুকে ছুরি
বিঁধিয়ে দিলে,ঈশ্বরের দেওয়া এই দামী
পৃথিবীতে বাকি যে ক'দিন বাঁচবেন,
সেই সঞ্চয়ী ফুলের সৌরভে নিজেকে
সুরভিত করতে পারেন,জীবনদায়ী ঔষধ
পেতে পারেন,নিজেকে ভালোবাসতে পারেন।


থমথমে পৃথিবী যখন, শান্তি পাচ্ছেন না কোথাও,
মেঘমল্লার রাগে বৃষ্টি কে ডাকুন,
সে আপনার সব ব্যথা ধুয়ে দিয়ে যাবে,
অথবা রঙ তুলির ক্যানভাসে নিজেকে জীবন্ত করুন,
শব্দের আবেগে নিজেকে স্নাতকরুন।


ঈশ্বরের তৈরি এ দামী পৃথিবীতে স্বার্থান্ধ সকলেই,
এমন একটা সময় আসবে দেখবেন,
চারপাশ খুব অন্ধকার,
কেউ নেই আপনার কথা শোনবার,
তখন আপনার ভিতরের এই তুমিই
আপনাকে জল দেবে,ছায়া দেবে,
নতুন করে বাঁচার আশ্বাস দেবে,
নতুন করে বাঁচার আশ্বাস দেবে।