ভাবনায় এলো মেলো
খোলা নদী মেঘলা আকাশ অশান্ত পানি,
ডাকছে আমায়, বেড়িয়ে এসো নগর জীবন থেকে।
ইটপাটকেলে আটকে থাকা আমার স্বপ্ন,
পিচ গলা পথে মুখ থুবরে পরে।
অতপর সময়ের বেড়াজালে
শুধুই আমার আটকে থাকা,
বসে থাকি একাকী
চারদিকে আমার কষ্টের ছাই।


নিজেকে খুব অধম মনে হয়
ডুব দিয়ে চলে যেতে ইচ্ছে করে সেই সময়টায়,
যেখানে প্রজাপতি অপেক্ষা করত,
বেঙাচিরা দৌড়ঝাঁপ করত।
আমার স্বর্গীয় হাতের স্পর্শ পেয়েছে বলে,
অনিমেষে ভুলে যেত না পাওয়ার বেদনা।
মাথার মধ্যে একরাশ হাতছানি,
ভালবাসায় কুল কুল করে ডেকে চলে দূর মোহনায়।


রংধনু সাত রঙ সাজিয়ে মিসে আছে ঐ দূরে,
যেন কত যুগের সক্ষতা তার সঙে।
মেঘ রোদের আড়ালে,
ক্রমশই আমার জন্য অপেক্ষা।
দিশাহিন আমি, অতীত ঝড়ে এলোমেলো
শুধুই স্মৃতি হাতড়ে যাই ব্যাকুলতায়।