তুই কি আমার বন্ধু হবি?
আমার একজন বন্ধু চাই, তুই কি আমার বন্ধু হবি?
অহংকারের স্বার্থ ছেড়ে আমার কাঁধে কাঁধ মিলাবি।
তুই কি আমার বন্ধু হবি?


জ্যোৎস্না ধোয়া রাতে যখন আদ্র হবে চোখ,
স্পর্ধিত মধ্যাহ্নের আলো কেড়ে নেবে সুখ।
তুই কি তখন দৌড়ে এসে, ঝাপ্টে ধরে ভালোবেসে
বিস্ফোরিত দৃষ্টি নিয়ে, মনটা আমার জুড়িয়ে দিবি।
তুই কি আমার বন্ধু হবি?


বৃষ্টি ভেজা বিকেল বেলা, হাতে নিয়ে চায়ের পেয়ালা
আমি তখন ইচ্ছে করে বসে আছি অন্ধকারে।
গোপনতায় বুঁদ হয়ে যাই, উজান স্রতের বিপরীতে।
কোথা থেকে তুই যে এসে বললি আমায় একটু হেসে
বৃথাই আমার খুঁজে ফিরা, ভুল করেছি ভালোবেসে।
তখন তুই একটু ভেবে, হৃদয় দিয়ে হৃদয় ছোঁবি
তুই কি আমার বন্ধু হবি?


তারপরে ও কথা থাকে, অবাক হৃদয় কেঁপে উঠে
হাত দিয়ে হাত ছুঁই,শুধু অনুভবে।
তুই আমার আপন ছিলি বলত দেখি কবে।
আমাকে তুই মন দিবিনা, তুই কি আমার মন পাবি
তুই কি আমার বন্ধু হবি?