খুব চেনা, চোখের সামনে হাসি খেলা
সুন্দর স্বপ্নের জাল বোনা।
আত্মার ভিতরে মহাত্তা,আমার প্রার্থনা।
আমার হাসি কান্না, শিশিরের মতো
হিম হয়ে চিরকাল স্বপ্নের জাল বোনা।
কিন্তু সত্যি তুমি আমার কেউ নও, পুরো অচেনা।


পুরো অচেনা, তবু তুমি আমার কত কালের চেনা।
মগজের সমস্ত কপাট, হৃদয়ের সব জানালা গুলো
বার বার খুলে, জেগে থাকি শূন্যতায়।
মনের ভিতরে থাকেনা মন, আত্মা যেন নয়কো স্বজন।
দূর থেকে ফুলের ঘ্রান ছড়িয়ে তুমি আমাকে সাড়া দাও,
অথচ তুমি মৃত।
তুমি আমার অনেক চেনা, তবু অচেনা।


কথায় কথায় ব্যথা বাড়ে, আহত হই।
ভালো ছিলাম অথবা খারাপ।
সেল ফোনে কথা বলতে বলতে,
অনেকবার হারিয়ে গেছি জীবনের শেষ হিসেবে,
হিসেব ছাড়া অভিশাপ নিয়ে কফিনে শুয়ে আছি।
অনেক অচেনা তোমাকে কেন এত চেনা মনে হয়।