তোমাকে আজ আমার বড় হিংসে হচ্ছে,
প্রাণময় কোলাহলে কাটাচ্ছ তুমি সারাবেলা।
সময় যে কত দ্রুত চলে যায়, আমি নির্বাক দাড়িয়ে
জীর্ণ শীর্ণ চির দুখির মতো দাড়িয়ে থাকি।
তুমি যখন রূপোলী জলে শুয়ে শুয়ে স্বপ্ন দেখ।
নির্মল অসহ্য নীল স্রোত আমার রক্তের সমুদ্রকে উন্মুক্ত করে।


আমার নিজের বেদনা থেকে আমি নিজেই ফুল ফোটাই,
আমার উদ্গত আশ্রু পুস্প হয়ে বিচ্ছুরণ ঘটে বনবীথি তলে।
কুয়াশার মতো এক দীর্ঘশ্বাস বয়, কেঁপে উঠে আমার নির্লিপ্ত সময়।
নির্জন জলের রঙ , সর্বনাশে র নাকি এপার ওপার দেখা যায় না।
তবু ও মাঝে মাঝে উথাল পাতাল অর্থহীন প্রতিশোধ
বর্বর মন ও মস্তিস্ক কে আহত ইতরে পরিনত করতে চায়।


প্রতিটি মুহূর্ত খসে পড়তে চায়, আমার চোখে ঘুম নেই।
স্নিগ্ধ দুর্নিবার নীল আকাশ আমাকে আমন্ত্রন পাঠিয়েছে
কতবার অবাধ্য হয়েছে আমার হৃদয়, তোমাকে ভেবেছে বার বার।
আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি, আমার চোখে ঘুম নেই।
ধীরে ধীরে সন্ধ্যার সমস্ত রঙ মনে পড়ে
আবার চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময়।