তুমি আসবে বলে ,রোদ জ্বলা ফাজিল দুপুর টা
গুড় গুড় করে ঘুরছিল উৎকণ্ঠায়।
হলুদ বিকেল টাকে বার বার পাঠিয়ে দিচ্ছিল
ভুল ঠিকানায়।
আমার হাজার বছরের অপেক্ষা
মহাক্রোধে,
তোমাকে ছোঁয়নি।


মেঘ বালিকার কাছে দুহাত পেতেছিলাম,
লুটিয়ে পড়া বৃষ্টি চেয়ে।
রোদ কুমারের সাথে খুব ভাল ভাব ছিল বলে,
বিশ্রী  নিরবতায় বুনো ঘাসে সে লুটিয়ে মাতাল।
ক্ষণ কালের উচ্ছল আনন্দ ভেঙ্গে দিচ্ছিল বলে।
এক ঝাঁক নিরুপদ্রব চড়ুই উড়ে উড়ে বার বার ছুঁয়ে যায়
কষ্টের দোল খাওয়া চুলে।


আজ সেই মেঘ বালিকার চোখে কান্না দেখে,
সাতরঙা রামধনু হাত বাড়িয়ে,
আলত ছুঁয়ে গেছে তার ঠোট।
অবরুদ্ধ চোখ খুলে তীক্ষ্ণ প্রশ্নে
তাকিয়েছে সে বার বার।
প্রাণহীন চোখে, শীতল কণ্ঠে অথবা
মিশ্র ভুলে।