ভাবতে আমার ভালই লাগে
হাঁটছি আমি সবার আগে,
পিছু পিছু পাইক পেয়াদা
আরও কিছু গাড়ি,
আমায় কেমন পাহারা দিয়ে
নিয়ে যাচ্ছে বাড়ি।


অনেক টাকার মালিক আমি
নাম ডাক তাই অনেক,
সব সময় থাকে সাথে
মানুষ ডজন খানেক।


এদিক সেদিক যেদিক তাকাই
টাকায় কথা কয়,
তাইতো ভাবি সবাই আমায়
দেখে পায় ক্যান ভয়।


আমার কথা নয়কো কথা
সবই যেন বানী,
আমি হলাম এ রাজ্যের
অঘোষিত রানী।


আমার চাওয়া যতই অন্যায়
সেটাই যেন ঠিক,
প্রতিপত্তি গাড়ি বাড়ি আর
আমার অনেক টাকার মালিক।


টাকার কাছে সবাই কেন
এমন করে চুপ,
টাকার ঘ্রান কত রকম
কত যে তাঁর রূপ।


টাকা যেদিন থাকবে না
হাঁটবে না কেউ পিছু
সেদিন আমি শুনন হব
রইবো না আর কিছু।