তোমাকে নিয়ে আমাকে লিখতে হবে
আমি অপেক্ষায় আছি।
মিথ্যে নয়-
অবাক করে দিয়ে তোমাকে নিয়ে
লিখতে বসব।
মধুময় স্মৃতিতে রোদেলা দুপুরে
অথবা ঈষৎ কৃষ্ণ কোন সন্ধ্যায়।


আজন্ম বন্দী শকুনের ডাক
শিহরিত করে, স্তব্দ করে রক্তের চলাচল।
মনের মৌনতায় ভাঙ্গন ধরে,
লুট করে নেয় চেনা সুর।


মধ্য রাতে চারদিকে রঙ ছড়িয়ে
তোমাকে নিয়ে লিখতে বসি।
অবিচল মিথ্যার অন্ধকার কুলসিত করে,
বিবেকের মৃত্যু হয়।


আমি উপেক্ষার পাষাণ পুরীতে বুনি
স্বপ্নের আলিঙ্গন।
বিচ্ছেদের রক্তে ভরে যায়
কাগজের বুক।
ভাবনাগুলো এলোমেলো ক্ষতময়,
নিজেই নিজের সাথে অভিমান করি।