অনেকটা সময় ধরে শুধুই আলাপ
অজান্তে ই হৃদয়ের রক্তক্ষরণ।
বেদনার বেদন জ্বালা,
আমার কথা বলা না বলা।
দুরন্ত সাহস নেই বলার,
তুমি আমার কতোটা প্রিয় হয়ে উঠেছ।


তোমাকে নিয়ে হাজারো জিজ্ঞাসা
মনে জাগে বার বার।
দুষ্টুমি করে আমার আকাশটাকে
বার বার পাঠিয়ে দেই,
আহ্লাদে জড়িয়ে ধরবে তোমাকে।
খিল খিল করে হাসবে তোমার কানে।
আমি জেগে আছি


প্রলয় কালে জলোচ্ছ্বাস যেমন,
দুর্বিপাকে ফেলে ক্রমাগত।
তেমনি রক্তক্ষয়ী বেদনা নিয়ে
আমার বদ্ধ মনের ভিতরের
অতিশয় দমকা বাতাস,
যুদ্ধ শুরু করেছে
অজান্তে।