ভালবাসার সঠিক সংজ্ঞা নিয়ে আমি বিব্রত
মগজের কোষে কোষে বিষাক্ত গ্যাসের মত
লেপটে থাকা কিছু রাজকীয় ব্যাথা।
অথবা কেউ একজন অপেক্ষায় থাকা
এটা ই কি ভালবাসা।


সংখ্যাহীন শর্তহীন ঈর্ষাহীন স্বপ্ন,
কোন সুখস্মৃতি কাঁধে হাত দিয়ে
চোখ বন্ধ করা অনুভূতিতে জোয়ার তুলবে,
ঠিক লজ্জাবতীর নুয়ে পরার মত শিহরিত করবে।
এটা ই কি ভালবাসা।


অবুঝ শিশুর মত দাঁতে নখ খুটে
নিজ মনে গড়িয়ে লুটি পুটী খাওয়া,
শব্দের পর শব্দের প্লাবনে ভাসিয়ে দেয়া অনুভুতি
সাথে কিছু অবুঝ আনন্দ।
এটা ই কি ভালবাসা।


ভালবাসার আসল রূপ আমার জানা নেই।
চোখ মুখে কেমন যেন চাপা আনন্দের ছাপ,
মনের কনে ধাপে ধাপে ঝড়ে স্বপ্ন।
তৃপ্ত চোখ,অভিভূত হয় আশ্চর্য হয় সবকিছুতেই।
এটা ই কি ভালবাসা।


চোখে অতৃপ্ত তৃষ্ণা মনে বর্ণিল স্বপ্ন-
আসা যাওয়ার খেলায় কান পেতে শুনা,
বাউলা বাতাসের নীল গন্ধ,
সময়ের হাত ধরে বয়ে বেড়ানোর অনেকটা পথ।
প্রিয়তমা,বলে শব্দহীন বেদনার  নীল খামে
নিজের অস্তিত্ব বুঝিয়ে,
দুজনার হারিয়ে যাওয়া কি ভালবাসা।