শুধু একবার তোমাকে স্পর্শ করতে পারলে
আমার কলম লিখে যেত অসংখ্য কবিতা।
অমরত্ব পেয়ে যেতাম আমি,
অহংকারে আমার পা পরত না মাটিতে।


কত দিনের শখ আমার,
আমার কবিতা পড়ে
শূন্যের ভিতরে ঢেউ খেলে যাবে।
যুগল পাহার কুর্নিশ জানাবে,
ঘোমটা মাথায় মেঘলা আকাশ
উকি মেরে তাকাবে বার বার।


আমার মৃত্যু হবে,
জাতীয় পতাকায় ঢেকে দিবে আমার লাশটা।
সেখানে এক নজর আমায় দেখতে আসবে,
নজরুল, রবীন্দ্রনাথ আর
জীবনানন্দের মত কবিরা।