আমার জন্ম ই কলঙ্কিত হবে,
অসময়ে এ সময়ে নিজেকে যদি
প্রতিবাদী না করতে পারি।
চারদিকে সবার দুঃসময়
হৈ চৈ হানা হানি।
ক্ষুধার জ্বালায় লজ্জিত চোখ,
একটা আশ্রয় খুঁজে।


ভয় পাই, খুব ভয়
প্রতিবাদী কণ্ঠ চেপে ধরে
এক অজানা দেয়াল।
পোড়া কপাল আহত হয়,
নত হয়ে আসে অকথিত কথার ফুল।


নেতা ভুল করে বার বার।
স্বদেশ টাকে অতি মায়ায় বানাতে চায়
একটা ফুলের বাগান।
যে ফুলে বিষাক্ত কীট মিইয়ে থাকে।
অস্তিত্ব রক্ষার যুদ্ধে আমরা আহত হই,
খাঁ খাঁ কষ্টে বিরান হয় আদ্রতা।