নন্দিত কাননে
জ্বলে শুধু জোনাকি,
সীমানার বাগানে  
নাম তার জানো কি।


আদরের ফুলেরা
মেঘে মেঘে সাজে,
চুল তার প্রজাপতি
যেন কাব্য তার ভাঁজে।


কষ্টে কষ্টে জ্বলে তার
দু চোখের নালিশে,
হাটু ভাঙ্গা নোনা জল
ছিল কি তার তালাসে।


তাতানো দুপুরটায় দেখ
তপ্ত বাতাস,
নিপুন সানিধ্য ছুঁয়ে
বিষণ্ণ নীলাকাশ।


আঁকা বাঁকা জীবনে
কেঁপে কেঁপে চাঁদ,
কিসের উপমা দিব
ধাপে ধাপে ফাঁদ।


তৃপ্ত চোখে দেখ
শুন্য হাবী,
আধা আধি প্রত্যাশায়
খুব বাড়াবাড়ি।


আমি তো তোমার কাছে
চির চেনা সুখ,
স্মৃতির ভাণ্ডারে
অতি প্রিয় মুখ।