চোখের সীমানায় নিশ্চুপ গভীর মায়ায়,
স্নিগ্ধ সকাল কিংবা ক্লান্ত দুপুরে,
চোখে চোখে স্বপ্নের ছায়া যদি বাড়ে
ধাপে ধাপে,
আমি কারো কথা ই শুনব না।
সব কিছু অস্বীকার করে-
তোমার বিরহে রহিব বিলীন।


ভয় নেই,
মনের স্বপ্ন বাসনার সব ইচ্ছেগুলো
যদি চোরাচালান হয়ে যায়,
নিষিদ্ধ হয়ে যায় যদি-
কল্পনার লাল নীল সব রঙ,
সূর্যের স্নিগ্ধ কিছু উদ্দিপ্ততা নিয়ে
আমি নির্বাসনে যাব,
নিশিদিন তোমাকেই ঘিরে থাকব।


দুচোখে জমিয়ে রাখা মেঘের স্মৃতিগুলো
হয়ত আকাশেই আস্তানা গারবে।
মেঘের কিছু নীল চোখে নিয়ে
স্বপ্ন আঁকবে, হৃদয়ের স্বপ্ন।
নিশ্চুপ নীলাকাশ তারার সাথে মিতালী করে,
ভিজিয়ে দিবে, শান্ত করবে
সূর্যের প্রখরতাকে।


ডানা ঝাপটাতে ঝাপটাতে
আকাশ থেকে চিল টা এসে বসবে ,
বাড়ির পাশের ঝোপের ঐ তাল গাছটায়।
কাব্যিক ছন্দে অসামান্য রূপ লাবণ্য নিয়ে
অভিভূত হয়ে, আশ্চর্য হয়ে তাকিয়ে থাকব।
তুমি বলেছিলে আজন্ম সাথী হবে।
কতটা জীবন ছিল আমার জন্য, তোমার হৃদয়ে।
নদীতে শয্যা পেতে আর কত অপেক্ষা।