বর্ষার রিমি ঝিমি আমার হৃদয় গভীরে নাড়া দেয়,
মনের ভিতরে আমি তার ডাক শুনতে পাই।
বার বার দোলা দিয়ে যায় আমার দেহ মনে।
এক একটা বৃষ্টির ফোটা মুক্তো হয়ে
আমাকে জড়িয়ে ধরে,
আমি মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে থাকি।
স্ব কর্ণে শুনি তার কলকলানি।


আদরে সোহাগে গড়িয়ে পরে,
এলিয়ে দেয় তার দেহ আমার হৃদয়ে।
এক দুরন্ত চঞ্চল শিহরন।
এক এক সময় গর্জন দিয়ে উঠে,
মনে হয় তৃষ্ণায় তার জমি বিরান।
কি নিবেদন তার,
বার বার আমাকে ক্ষেপীয়ে দেয়।