ভালোবাসায় গনিত এনে
ভূগোল দিল ফেলে।
কথায় কথায় ইতিহাসে,
পাতা গেল ভরে।


বাংলার সব খুঁজে বেড়াই,
ব্যাকরণের পাতায়।
সিংহল থেকে লুই পা এসে,
আসন পাতেন হেথায়।


চর্যাপদের পদ গুলোতে,
মাথা যায় যে ঘুরে।
একশ টি পদ পেল বুঝি,
কয়েকশ মাথা খুঁড়ে।


ইংরেজরা বসলেন গেড়ে,
হৃদপিণ্ডের মাঝে।
ইংরেজরা যে কঠিন ব্যাপার,
লর্ড কর্নওয়ালিস বুঝিয়ে গেল,
চিরস্থায়ী বন্দোবস্তের মাঝে।


মানব সভ্যতার স্বীকৃতি পেল,
পাথর ঘষা আগুনে।
যুগে যুগে এগিয়ে গেল,
সুপ্ত যৌবন বিজ্ঞানে।


খনিক ধাঁ ধাঁ আলো আঁধার,
অর্থনীতির পাতা।
ভাবনার ভরে হৃদয় উথাল,
গুলিয়ে যায় মাথা।