প্রতিটি দুঃখ আমার আকাশের মতো বিশাল,
আমার দুঃখ আছে
কিন্তু আমি দুখী নই।
দুঃখ তো সুখের মতো স্বার্থপর নয়,
নিজেকে নিয়ে মত্ত থাকবে।


দুঃখেরা আমাকে নিয়ে খুব ভালোই থাকে।
আমি যখন আমাকে নিয়ে ক্লান্ত
দুঃখ এসে বিছিয়ে দেয় সংগীতের খেলা,
আমাকে রূপান্তরিত করে
অন্য এক জগতে,
যেখানে প্রবেশের অনুমতি
শুধু আমার আর দুঃখের।


আমার জীবনটা এখন ভিন্ন স্বপ্নে অঙ্কুরিত,
সান্তপর্ণে বুকে তীব্র দুঃখ ক্ষোভ নিয়ে
মানুষের মতো সভ্যতার চাষাবাদ করি।
অনুভূতি ফলাই তোমার আমার সম্পর্কের ।
সর্বভুক দুপুর হৃদরোগে আক্রান্ত রোগীর মতো
দুর্বল শ্বাসে বিদ্রুপ করে,
আলতো ভাবে নাড়া দেয় হৃদয় টা কে।
দুঃখের স্পর্শে ই আমার উদ্ধার,
আপাতত এ ভাবেই দুঃখ খুলে দিয়েছে তার মমতা।