শোনো
ভরদুপুর
আসে পাসে কেউ নেই।
ভাবছি তোমাকে,
শুধুই তোমাকে ,
বলি শোনো
কেউ যেন না শুনে।
শুধু
তুমি আর আমি,
শুকিয়ে গলা
বলবো কি করে।
একটু পানি,
আলাদা নিশ্বাস ,
হঠাত দেখি ,
তৃপ্ত চোখ ।
তুমি পাশে
চোখে চোখ।
মেঘেদের লুটোপুটি,
নীল আকাশ ,
আমাদের স্তব্ধতা
স্পর্শ মনে।
আনন্দের ছাপ
চোখে চোখে ,
বেহিসেবি চাওয়া
সবই না পাওয়া।
অতৃপ্ত,
কষ্ট ,
না বলা কথা।