চোখের নিচে কালির ছাপ,
পার করেছি অনেকটা ধাপ।


মুখের মাঝে কিছুটা ভয়,
লুকোনো কষ্ট এমন ই হয়।


ঝাপসা চোখে স্বপ্ন নাই,
ঈর্ষা থেকে বাঁচতে চাই।


রক্তচ্ছাসে ভাসছে পথ,
মগ্ন সবাই দেখতে রথ।


ঠোঁটের ফাঁকে কথা চুপ,
স্বাধীন শহরের একি রূপ।


উনপাজুরে এখন আমি উদাস হয়ে ভাবি,
লাল শহরের অলি গলি রক্তে খাবিখাবি।