ডাগর এক বিকেলে
শানিত অস্ত্রের মতো হাত দুটি মেলে দিলে,
দেখছিলাম সভ্যতার আঁকা এক উল্কি।
ভাবছিলাম সভ্যতার শেষ ধাপে পৌঁছে গেছো ,
ফিরে এলাম একবুক আঁধার নিয়ে।
ক জন সাহসী লোক পারে পিচ্ছিল সবুজ কে এড়িয়ে
গহীন নদীতে ডুব সাঁতারে মগ্ন থাকতে।


মাঝে মাঝে বলতে ইচ্ছে করে ,
চৈত্রের দাবদাহের মতো
তোমাকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি।
তুমি জয় করতে পারনি আমার মনের সীমারেখা।
জীবনের আকাঙ্ক্ষা যখন
        আকাশের মতো বিশাল হয়ে যায়,
কীট আর মানব জীবনের পার্থক্য করা
     তখন খুব কঠিন হয়ে যায়।


আকাশের আকাঙ্ক্ষা যেমন মহাকাশ
মনের আকাঙ্ক্ষা ও তেমন চাওয়া।
তাই মাঝে মধ্যেই আমি তোমার দিকে হাত বাড়াই
                           অসীম শূন্যতায়।
হাজার যুগের সূর্যতাপ আমাকে আঁকড়ে ধরে।
মনের রক্তক্ষরণ যেখানে প্রসব বেদনায় নীল
স্বপ্ন সেখানে দিক হারা কঙ্কাল মাত্র।
আমি কর জোড়ে তার কাছে হার মানি,
যে টুকু চেয়েছি এর বেশী আর কিছুই চাই না।