মুহূর্তেই জীবনটাকে বাজেয়াপ্ত করে
নিষিদ্ধ করে দিলে লোভাতুর মনটা ।
এতটা তুচ্ছতা আমার পাওনা ছিলনা ,
তারপর ও নিলাম করেছিলাম
বুকের ভিতরের সেই অনুভূতিগুলি ।
আমি সেই মন্দিরের সিঁড়ি খুঁজে
অজান্তেই পেয়েছিলাম নরকের পথ।
নিজেকে তুলে এনে ফের
চেতনা হারাই, কেঁপে উঠে রঙিন স্তব্ধতা।
তুষারের মতো ঝরে যাওয়া চেতনার ঐ প্রান্তে
তুমি আছো ।
তোমাকে পাবো বলে চোখে আঁকি কুয়াশার কাজল।
এক পশলা স্তব্ধ বাতাস
অধিকার চর্চা করে,
আমাকে নিয়ে চলে আমাবস্যার অন্ধকারে .
অচিন পথে।
জমে থাকা কষ্টের পাগলামি
বুক ভরে নিঃশ্বাস নিতে চায়।
নিঃশব্দে বাজে ব্যর্থ আকাঙ্খার স্বপ্নেরা।
আমাকে দহিত করে বেদনা,
ভালবাসার বোধহয় অবশিষ্ট নেই।