আমার মনের ভিতরে ফিস ফিস করছে স্মৃতিরা,
           গুঞ্জন করছে না বলা কবিতা।
         আত্মার সমস্ত রস শুকিয়ে,
স্পর্শ কাতর হৃদয়ের স্পন্দনে নিস্তব্ধ হয়ে,
তোমার ভাবনায় পরিয়ে দিচ্ছে আমার হাহাকার।


আমি যৌবনের আহ্বানে জ্যোতিহীন হয়ে
তোমার  চোখে লিখি আমার না বলা কবিতা।
সে কবিতার কোন বয়স  নেই কাল নেই,
পাথরের এই দেশে আজ হৃদয়ের ছড়াছড়ি।
প্রহরে প্রহরে সাবলীল মনেরা মুগ্ধ হয়,
            দূর থেকে হাতে হাত রাখে।


নিঃশব্দ ব্যাকুলতায় মনের অজান্তেই
গাঁথা হয়ে যায় কত না বলা কথা।
আমি তোমার চোখের মনিকে ক্যানভাস বানিয়ে
                কত ছবি আঁকি সহজে,
                চেয়ে থাকি বিস্ময়ে।