প্রথমে প্রনমি আমি এক বিধাতার,
সৃজিলেন যিনি এক সুন্দর ও সংসার ।
হযরত মুহাম্মদ(সঃ) ছিলেন- বন্ধু যে আল্লাহ্‌র ,
প্রনমি তাহারে আমি পরে বিধাতার ।
পৃথিবীর যত বৃক্ষ যত ফুল ফল,
সৃজিলা বিধাতা তুমি পাখির কল কল।
মানবের হিয়া আর ভূত-ভবিষ্যৎ,
সৃজিলা নদনদী করে মহব্বত।
চক্ষু বিনে নাই উপায় পদ বিনে গতি,
তোমার জ্ঞানের সুধায় আমি মাথা নতি।
যুগে যুগে লিখে শেষ করি যত কালি,
মহিমা হবে না শেষ যেন এক বিন্দু বালি।
সকলি ভাঙ্গয় তুমি সকলি গড়,
কাহারে ও কর দান কাহার ও হর।
চলিতে দেখাও আমায় সঠিক পথ যত,
কাটুক মনের ঘোর, প্রভু- করি মাথা নত।