যাচ্ছ কোথায় একটু বসো না টুক টাক কথা বলি,
ক্লান্ত দু চোখ নিষ্প্রভ হয়ে আসে স্মৃতিতে সব খালি।


সময়ের স্রোতে ঢলে যাওয়া স্মৃতি তোমাকে দিব তাও,
গতিময় মেঘের মেঘ পুঞ্জটা আমাকেই যদি দাও।


চলোনা একটু নৌকায় বসি যাবে কি অনেক দূরে,
ভাটিয়ালি গান শুনব দুজন মাঝি যদি গায় সুরে সুরে।


কোন কোন নদী দেখবে বলো চলোনা যাই পদ্মায়,
আকাশের নীল পানিতে মিশে চোখের জল যে লুকায়।


নাম না জানা কত শত পাখি যায় যে উড়ে দূরে,
রসিকতা করে গাইলে যে কি গান হালকা নরম সুরে।


গঙ্গানদীর প্রধান শাখা পদ্মা মস্ত বড়,
আকাশের সব নীল পানিতে মিশে হয়েছে সেখানে জড়।


সীমাহীন অবজ্ঞায় দু কূল ভেঙ্গেছে কি যে করে কারসাজি,
বুকের পাঁজর ভেঙ্গে খান খান অসহায় পদ্মা আজি।


একটু বসো- মগজের মেঝেতে অব্যক্ত বর্ণমালা,
আর্তনাদের ক্লান্ত চোখে আজ ক্ষত বিক্ষত জ্বালা।