তোমার চোখের গভীরে বিন্দু বিন্দু কাব্যিক ছোঁয়া
চুলের বিন্যাসে খেলা করে কিছু সামুদ্রিক ফুল,
নিজেকে নিয়ন্ত্রণে না পেরে এঁকে নেন তোমায়
পাবলো পিকাসো, অবনী ঠাকুর আর কামরুল।


কৃষ্ণপক্ষের কালো আধারে তোমার স্মৃতির রথে,
সাদা হরিণীর চাওয়া চাওয়ি শুধু একাই নিজের সাথে।
কুয়াশা নেমেছে চোখে, হৃদয় ছুঁয়ে আসে,
মনের পিপাসা প্রজাপতি হয়ে সুবিশাল মাঠে ভাসে।


গনিকার মতো অসংখ্য পীড়ন এদিক সেদিক ঘুরে,
মেঘের স্মৃতি আলো ছায়া হয়ে যায় যে কোথায় উড়ে।
কেবলি বাঁচার আবেদনে মন,যায় যে নির্বাসনে,
কবরের নির্জনতা অপূর্ণ মৃত্যু- থেকে যায় তার সনে।