যদি কখনো মনে হয়
আমি তোমার জন্য একটা কবিতা লিখবো,
সবুজ পাতার উপর ঘাসের ডগা দিয়ে
কাঁপা কাঁপা হাতে লিখে যাবো
   কতো বলা না বলা কথা।


শীতের শিশির কনাকে কালি বানিয়ে
   হৃদয়ের ভাবকে আবেগ দিয়ে পিপাসিত মনে
শব্দের বুকে শব্দের আবাদ করে,
  ঢেকে দিব তোমার চোখ।
          তোমার এক চিলতে মিষ্টি হাসি
ছুঁয়ে দিবে,
পুলকিত কবির ছোট্ট এ ভুবন।


তোমার হাসি আর কবির চোখের জলে
              তৈরি হওয়া কাব্য
জোনাকির রঙে ঝিলমিল করবে,
রৌদ্র হারিয়ে দিসা,
       মিলিত হবে ধুসর জগতে।