গাড়ি গুলো যাচ্ছে দেখ
শোঁ শোঁ করে ঐ,
ও গাড়ি গো যাচ্ছ কোথায়
তোমার বাড়ি কই।


ও গাড়ি গো যাচ্ছ কোথায়
একটু থাম ভাই,
একটু বসে গল্প করার
ক্ষানিক সময় ও নাই।


ও গাড়ি গো দৌড়ে তোমার
সময় কাটে বেস,
বলতে পারো শুরু কোথায়
কোথায় তোমার শেষ।


ও গাড়ি গো এতো জোরে
দেয় কি কেউ টান,
মাঝে মধ্যে তোমার শব্দে
ফেটে যেতে চায় কান।


থেমে থেমে ধীরে ধীরে
যদি চালাও গাড়ি,
খাওয়াব তোমায় পোলাও কোর্মা
দাওয়াত আমার বাড়ি।