একটু অপেক্ষা করো, বুঝতে পারছো আমার অস্তিত্ব
মেঘকে ভালবেসে আকাশের সাথে পাল্লা দিয়েছি,
অহেতুক ভিতরটা থৈ থৈ করছিলো নিঃসঙ্গ অপেক্ষায়।
অনাদর আর অবহেলার তুমুল কষ্টে ও নষ্ট হতে দেইনি
হৃদয়ে উড়ানো শান্তির কপোত।
আজ দেখি মেঘ ও আছে আকাশ ও আছে
শুধু চৈতাগুনে লণ্ডভণ্ড হলাম আমি।


মৌনভাবে আজো তোমার অপেক্ষায় আছি
জেগে থাকা রাত্রির অন্ধকার গুহায়।
কষ্ট হয়ে থাকতে চেয়েছিলাম হৃদয় জুড়ে,
তোমার গভীর ছোঁয়া
আমার ভিতর বাহির রক্তাক্ত করেছিল।
লোহার হাতুড়ি দিয়ে জীবন্ত হৃদয়টাকে
  ভেঙ্গে করলে চৌচির।


বস্ত্রহীন হৃদয় যখন কৃষ্ণচূড়ার লালে
পাল্লা দিয়ে রক্তাক্ত,
পৌষের এক রাতে শুভ্র আকাশে
হঠাৎ জোছনা, দেখি তুমি নেই।
তোমার ভালবাসার কথা গেঁথে রাখলাম
ধূসর এই পৃথিবীর পথে।