হাত বাড়ালেই দুঃখ রে তুই ছুঁয়ে ছুঁয়ে
অনেক রক্তাক্ত করেছিস এ ক্লান্ত দু’চোখ,
ব্যর্থতার চিহ্ন এঁকে দিয়েছিস
একটা স্বপ্নের ধূসর ললাটে।


চিরকালের এই মুগ্ধ হৃদয়
স্বপ্নের আনাগোনায় মনটাকে বুঝিয়েছি অনেক,
প্রথাগত সৌন্দর্যকে এড়িয়ে চলে
অভিমানী কিছু অনুভূতিতে ক্ষণে ক্ষণে,
দুঃখের প্রহরে সুখের ছোঁয়া চেয়েছি।


বিষণ্ণ হৃদয়ে চেয়েছি তোমাকে কেবলি তোমাকে।
হলুদ খামে অশ্রুসিক্ত চিঠিতে ছিল
উঁকি ঝুঁকি মারা মিথ্যা আর মিথ্যা,
হাজার মিথ্যার  মধ্যে বেঁচে থাকার আশা
আর স্মৃতির জাবর কাটা,
এমন দুঃসাহস আমার নেই।


বুভুক্ষের মতো গুটিয়ে যাচ্ছি প্রতিনিয়ত।
নিস্তব্ধ শূন্যতার মায়াজালে চারদিকে অন্ধকার
সময়ের বিরম্বনায় সবকিছুই এলোমেলো,
কেমন যেন বিষাদে ভরা নির্জনতা,
হাত বাড়ালেই দুঃখ ছুঁয়ে যায় ক্লান্ত এ দুচোখ।