নিজেকে ধন্য ভাবি তোমা দর্শনে,
পাষাণ কেমনে হইলা কাহার কারনে।
মনেতে বিরহ লইয়া তুমি ই ভুবন,
বাঁচিতে পারিনা বিনে নাই দর্শন।


সহস্র সহস্র দান কর মহামতি,
তোমার হৃদয়ে যেন আমার বসতি,
আকাশের নীল তুমি শোন মহারাজ,
নিকটে আসিয়া দেখ কি দশা যে আজ।


ভালো মন্দ কতো কথা শুনে নাহি কান,
তোমার কারনে সদা কম্প যে পরান।
হৃদয় ভাণ্ডারে বসত তবু পরসন,
অন্তরে শতেক দুঃখে তুমি চোখের  অঞ্জন।


তেকারনে মন দিয়া সহিতে না পারি,
নিষেধ শুনে না মন নাহি নিস্তারি।
তোমা সাথে মজা করি ধরা মর্তলোকে,
সব সুখ ছাড়ি যোগী বেশ ধরি চাই তোমাকে।