স্বাধীনতা কিনতে চাই
কত টাকায় হয়,
বুকের তাজা রক্ত লাগে
থাকবে না তো ভয়।


বীরঙ্গনার মূল্য জানো
দিতে হবে কতো,
শেয়াল শকুন পাক বাহিনীর
রক্ত আছে যতো।


নীল আকাশে উড়ছে দেখো
সবুজ একটা জমিন,
ঐ সবুজটা কিনতে জানো
লক্ষ জীবন বিলীন।


বুকের ভিতর লাল রক্ত
বয়ে বয়ে যায়,
রুমি জাহিদ লক্ষ প্রান
বিলিয়ে দিল হায়।


কত মায়ের বুক যে খালি
বিলিয়ে লক্ষ ধন,
এসব টাকায় যায় না কেনা
শুধু লাগে মন।


লাল সবুজকে সালাম জানাই
শ্রদ্ধা মাথা নত,
স্বাধীনতা কিনতে কে চায়
তার সাহসটা কতো।