অপেক্ষা করতে করতে একসময়
অপেক্ষার পালা শেষ হয়ে আসে,
আমি নির্জীব হয়ে যাই,
চঞ্চল তটিনীর মতো এই আমিতে
প্রতিশোধের ক্রোধে তৃপ্ত হই বার বার।


কবে থেকে অপেক্ষা করছি মনে পড়ে না,
খেয়াল করলে বুঝতে, তোমার প্রতিটি কথায়
হৃদয়ে আমার কাঁপন ধরে,
তোমার অনুরাগে মূর্ছা যেতে দগ্ধ হয়ে,
রক্তচোষা জোঁকের মতো তোমাতেই আঁকড়ে থাকি।


তোমাকে ভেবে ভেবে এক সময় আমি ক্লান্ত,
কণ্ঠ ব্যাকুল হয়ে এক সময় থেমে আসে,
কষ্টে কর্ষিত হৃদয়ে জন্মানো সেই অনুরাগ।
ব্যাধি হয়ে মুক্তির অপেক্ষা না করে,
পরগাছার মতো তোমাতেই জড়িয়ে থাকে।


এই অপেক্ষার শেষ কোথায় আমি জানি না,
হয়তো হৃদয়ের রক্তক্ষরণে এক সময়
পরিহাস নয়, অশ্রু হয়ে অভিমানে ঝড়ে পরবে।
উদাসীন পায়ে হেঁটে হেঁটে একসময়
লুটিয়ে পড়বো ঝরা পাতার মতো।